রোববার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর উদ্বোধন করেন। এতে মাইগভের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩৩টি এবং এর আওতাধীন সংস্থাগুলোর ১২৯টি সেবাসহ মোট ১৬২টি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে চালু করা হয়। ফলে এখন থেকে খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে সেবার আবেদন, সেবাসংশ্লিষ্ট পেমেন্ট, সেবার অগ্রগতি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম মাইগভ ওয়েব, মাইগভ অ্যাপ, ৩৩৩ কলসেন্টারে কল করে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে করা যাবে। এ প্লাটফর্ম থেকে সেবাগ্রহীতারা সব সেবার সব ধরনের তথ্য পাবেন এবং সেসব সেবার আবেদনের অগ্রগতিও ট্র্যাক করতে পারবেন। অপরদিকে সেবাপ্রদানকারী কর্মকর্তারাও একক জায়গা থেকে সব সেবাপ্রদান করতে পারবেন। এতে সেবাগ্রহীতা ও প্রদানকারী উভয়ের সময় ও অর্থের অপচয় কমে আসবে।